হোটেল এবং রিসোর্ট

দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট-The Palace Luxury Resort

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুটিজুরী পাহাড়ে ৫ স্টার মানের দ্যা প্যালেস রিসোর্টটি (The Palace Luxury Resort) অবস্থিত। রিসোর্টের চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর মেঘের লুকোচুরি খেলা মনকে সহজেই ভরিয়ে তোলে। প্রায় ১৫০ একর পাহাড়ি জমিতে ৩০ হাজার গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান দিয়ে সাজানো হয়েছে দ্যা প্যালেস রিসোর্টের ভিলা। চমৎকার নির্মাণশৈলী ও মনোরম পরিবেশের সাথে এই রিসোর্টটি যেন সত্যিকারের এক রাজপ্রাসাদ। হানিমুন অথবা পরিবার নিয়ে ছুটির দিনগুলো কাটাতে চাইলে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট অতুলনীয় স্থান বলে আমি মনে করি।

দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট-The Palace Luxury Resort

রুম ভাড়া (The Palace Luxury Resort)

দ্যা প্যালেস রিসোর্ট এন্ড স্পাতে এডভান্স বুকিং দিয়ে যেতে হয়। সিকিউরিটি এবং সেবার সর্বোচ্চ মান বজায় রাখতে সেখানে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না। স্টে করার জন্য এই রিসোর্টে ২ ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। টাওয়ার বিল্ডিং এর ভিন্ন ভিন্ন ধরনের রুম নিতে নূন্যতম ২৪,০০০ হাজার থেকে ২৬,০০০হাজার টাকা গুনতে হয় এছাড়াও ভিলায় বিভিন্ন ক্যাটাগরির রুম প্রতি খরচ করতে হয় নূন্যতম ৩৩,০০০ হাজার থেকে ১,৫০,০০০ হাজার টাকা পর্যন্ত। (রুম ভাড়ার সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিজ চার্জ দিতে হবে।)

যেভাবে যাবেন (The Palace Luxury Resort)

ঢাকা থেকে বাস, ট্রেন, প্রাইভেট কার এবং হেলিকপ্টারে করে দ্যা প্যালেস রিসোর্টে যাওয়া যায়।
ঢাকা থেকে সিলেটগামী বাসে চেপে হবিগঞ্জের ‍বাহুবল উপজেলার পুটিজুরি বাজারে গিয়ে সি.এন.জি করে দ্যা প্যালেস রিসোর্ট এন্ড স্পাতে যাওয়া যায়। এছাড়াও সিলেট এসে রিসোর্ট এর কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে নির্দিষ্ট চার্জের (৩,০০০ – ৫,০০০) টাকার বিনিময়ে রিসোর্টের নিজেস্ব গাড়িতে যাওয়ার সুযোগ আছে।

দ্যা প্যালেস রিসোর্টের আরও সুযোগ সুবিধাগুলো

এই রিসোর্টে আছে ৪টি বড় মিটিং রুম এবং প্রায় ৪০০ জনের ব্যাংকুয়েট হল, ৫ টি রেস্টুরেন্ট, ফ্রি WiFi, টেনিস, ব্যাটমিন্টন এবং বাস্কেটবল কোর্ট, কিডস জোন, সিনেপ্লেক্স, সুইমিংপুল, গেম জোন, ফিশিং জোন, সাইকেল রাইডিং, জিম বা ব্যায়ামাগার, বার, হেলিকপ্টার রাইড এছাড়াও প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষনিক ডাক্তার।

ইনডোর গেমসের মধ্যে রয়েছে ভিডিও গেমস, কার্ট রেসিং, বিলিয়ার্ড, দাবা, টেবিল টেনিস, টেনিস ইত্যাদি। তবে আরও কিছু সুবিধা নিতে হলে এখানে আলাদা ভাবে টাকা খরচ করতে হয় যেমনঃ ৭ মিনিটের হেলিকপ্টার রাইডের জন্য দিতে হয় প্রায় ৫০০০ টাকা আবার ইচ্ছে মত সাইকেল চালাতে লাগবে ২০০ টাকা। তাছাড়াও রয়েছে ফিশিং জোন সেখানে মাছ শিকারের পর তা রান্না করতে হলে আরও অতিরিক্ত চার্জ দিতে হবে।

অফার (The Palace Luxury Resort)

দ্যা প্যালেস রিসোর্টে বিভিন্ন সময় অনেক ধরনের অফার চালু থাকে। দ্যা প্যালেসের বর্তমান এক্সক্লুসিভ অফারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে দ্যা প্যালেস রিসোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকে ঘুরে আসতে পারেন।

যোগাযোগঃ

পুটিজুরি, বাহুবল, হবিগঞ্জ
মোবাইলঃ 01990001000, 01910001000
ইমেইল: info@thepalacelife.com
Facebook: https://www.facebook.com/thepalaceluxuryresort
Website: https://thepalacelife.com

কর্পোরেট হেড অফিস

গ্রীন প্লানেট রিসোর্ট লিমিটেড
হাউজ – 14, সড়ক – 3, সেক্টর – 6, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইলঃ 01990001000, 01910001000
ইমেইলঃ corporate@thepalacelife.com

খাবার (The Palace Luxury Resort)

খাওয়া-দাওয়ার জন্য দ্যা প্যালেস রিসোর্টে ভিয়েতনামি খাবারের জন্য সায়গন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও ওরিয়েন্টাল খাবারের জন্য অলিভ রেস্টুরেন্ট, রিভলেশন, অ্যারাবিয়ান লাউঞ্জ এবং স্ট্রিট ফুডের জন্য নস্টালজিয়া নামের রেস্টুরেন্ট বিদ্যমান। তবে বাফেটের বাইরে আলাদা খাবার এখানে বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে। লাঞ্চ এবং ডিনার বাফেট মূল্য মূলত ১,২৫০ ও ১,৫০০ টাকা। (প্রাইসের সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিজ চার্জ)। বলে রাখা ভালো, লাঞ্চ এবং ডিনার বাফেট মূল্যের সাথে পানি এবং সফ্ট ড্রিংস খরচ যুক্ত নয় এগুলোর জন্য আলাদা মূল্য দিতে হবে।

দ্যা প্যালেস রিসোর্টে রুম বুকিং দিয়ে আরও যেসব সুবিধা পাবেন:

দুজনের সকাল বেলার ব্যুফে নাস্তা (সকাল ১০:৩০ পর্যন্ত), ৫ বছর বয়সে নিচে বাচ্চাসহ ৩ জন হলে সে জন্য কোন অতিরিক্ত চার্জ দিতে হবেনা। ২লিটার পানি ও চা-কফি বানানোর সরঞ্জাম থাকবে। শাওয়ার ক্যাপ, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, লোশন, লন্ড্রি ব্যাগ, ওজন মাপার মেশিন, লকার, শাওয়ার ড্রেস, জুতা, পুরো এরিয়ার ম্যাপ, কলম, প্যাড এবং ফ্রী ওয়াইফাই থাকবে।

Read More: শ্রীমঙ্গলের সেরা রিসোর্টের তালিকা-Best Resort In Sreemangal

আশেপাশের এরিয়ায় ঘুরতে চাইলে

অপরুপ প্রাকৃতিক পরিবেশের কারণে দ্যা প্যালেসে আসা অথিতিরা সাধারনত এই রিসোর্টেই তাদের সময় কাটিয়ে ফিরে যান। তবে মাত্র ৩৮ কিলোমিটার দূরে শ্রীমঙ্গলে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেখানে আবার অনেকেই শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান এবং মাধবপুর লেক থেকে ঘুরতে যান।

[বি: দ্র: উপরে উল্লেখিত সকল ধরনের খরচের পরিমান পরিবর্তনশীল]

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button