বাস কাউন্টার

সাকুরা পরিবহন বাসের সকল কাউন্টারের মোবাইল নাম্বার, ঠিকানা ও ভাড়া

সাকুরা পরিবহন বাংলাদেশের জনপ্রিয় বাস পরিবহন যেটি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রুটে নিয়মিত সেবা দিয়ে আসছে। সাকুরা পরিবহন নন-এসি ও এসি দুই ধরনের পরিষেবা প্রদান করে থাকে।

বাসটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার ও বিলাসবহুল আসন ব্যবস্থা। এটি একটি আরামদায়ক ও নাম করা পরিবহন বিধায় বিভিন্ন জেলার বিভিন্ন রুটের অনেক যাত্রী এই পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে পছন্দ করে। এছাড়াও এই বাসের আরেকটি সুবিধা হচ্ছে অন্যান্য পরিবহনের তুলনায় ভাড়াও অনেক কম যার কারণে যাত্রীদের কাছে এই পরিবহনটি এতো জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষের মনে সেরা পরিবহন হিসেবে খ্যাতি অর্জন করেছে।

সুতরাং আজ আমরা সাকুরা পরিবহনের সকল জেলার কাউন্টারের ঠিকানা, রুট, ভাড়া ও মোবাইল নাম্বার প্রদান করব এতে করে যাত্রীগণ সাকুরা পরিবহনের কাউন্টারের সকল তথ্য খুব সহজেই যে কোনো ডিভাইসের মাধ্যমে খুঁজে বের করতে পারবে।

সাকুরা পরিবহনের টিকিট বুকিং দিতে নিচের বাটনে ক্লিক করুনঃ Click Here

 

ঢাকা জেলার কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার

সাকুরা পরিবহনের ভ্রমণ সহজ করতে যাত্রীদের সুবিধার্থে ঢাকা জেলায় অনেক কাউন্টার স্থাপন করা হয়েছে।

ক্রমিক নংকাউন্টারের নামমোবাইল নাম্বার
গাবতলি, ঢাকা01712-934430. 01818-181232
সায়দাবাদ, ঢাকা 01714-080221, 02-7520297
টিটি পাড়া, ঢাকা01718-296689
সাভার, ঢাকা01711-519191

 

বরিশাল ও বরগুনা কাউন্টার মোবাইল নাম্বার

বাংলাদেশের সকল জেলায় সাকুরা পরিবহনেরঅনেক কাউন্টার রয়েছে এর পাশাপাশি বরিশাল ও বরগুনা জেলার যাত্রীদের জন্যও কাউন্টার আছে যেখানে যাত্রীগণ সহজেই কাউন্টার থেকে টিকিট বুক করতে পারবে। আপনি যদি বরিশাল বা বরগুনা জেলার নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এই জেলার যেকোনো কাউন্টার থেকে টিকিট বুকিং দিতে পারেন। আপনার সুবিধার জন্য নিচের ছকে ঠিকানা ও যোগাযোগ নাম্বারসহ সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলো।

ক্রমিক নংকাউন্টারের ঠিকানামোবাইল নাম্বার
বরিশাল বাস ষ্টেশন01714-022341, 01712-618924
বরগুনা বাস ষ্টেশন 01712-986024 

 

ঝালকাঠি ও পটুয়াখালী জেলার কাউন্টার মোবাইল নাম্বার ও ঠিকানা

আপনি যদি ঝালকাঠি ও পটুয়াখালী জেলার অধিবাসী হয়ে থাকেন এবং আপনি যদি নিয়মিত সাকুরা পরিবহনের বাসে ভ্রমণ করে থাকেন তবে এই তথ্যগুলো আপনার জন্য উপযোগী। আপনি যদি সাকুরা পরিবহনের ঝালকাঠি ও পটুয়াখালীর নিকটস্থ কাউন্টার এর ঠিকানা ও মোবাইল নাম্বার সন্ধান করে থাকেন তাহলে চিন্তার কারন নেই কারণ আজ আমরা পটুয়াখালী  ও ঝালকাঠি জেলার সকল কাউন্টারে ঠিকানা, মোবাইল নাম্বার, সময়সূচি ও ভাড়া সম্পর্কিত সকল তথ্য আপনাকে প্রদান করব যাতে আপনি সহজেই টিকেট সংগ্রহ করতে পারেন এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।

ক্রমিক নংকাউন্টারের ঠিকানা মোবাইল নাম্বার
পটুয়াখালী বাস ষ্টেশন, পটুয়াখালী 01718-925124, 01712-099552
ঝালকাটি বাস ষ্টেশন, ঝালকাঠি 01712-073084, 0496-2544
কুয়াকাটা বাস ষ্টেশন, পটুয়াখালী01716-068992. 

 

সাকুরা পরিবহন বাসের আনুমানিক ভাড়া

এসি ও নন-এসি বাসের ভাড়া আলাদা হয় তবে বাস ভাড়া প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তাই আপনি যদি এই পরিবহনে ভ্রমণ করতে ইচ্ছুক হন তবে প্রতি ভ্রমণের আগে আমাদের ওয়েবসাইটে এসে আপডেট ভাড়া গুলোর বিস্তারিত জেনে নিতে পারেন।

ক্রমিক নংগন্তব্যস্থলএসি বাস ভাড়ানন-এসি বাস ভাড়া
ঢাকা- বরিশাল- ঢাকা।নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা,এসি ভাড়া ৮০০-৯০০ টাকা 
ঢাকা- খুলনা-বাগেরহাট- ঢাকা। নন এসি ভাড়া ৫৫০-৬৫০ টাকা 
ঢাকা- কুয়াকাটা- ঢাকা।এসি ভাড়া ১০০০-১১০০ টাকা নন এসি ভাড়া ৬৫০-৭৫০ টাকা
ঢাকা- ঝালকাঠি- ঢাকা। নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা 
ঢাকা- বরগুনা- ঢাকা। নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা 
ঢাকা- পটুয়াখালী- ঢাকা। নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা

 

আপনার পছন্দের যে কোনো বাসের তথ্য জানতে নিচের নীল বাটনে ক্লিক করুন- Click Here.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button