ট্রেন

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, বিরতিস্থান ও সাপ্তাহিক ছুটি

কিশোরগঞ্জ এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। এটি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত নিয়মিত চলাচল করে আসছে দীর্ঘ ১০ বছর ধরে। এই ট্রেনটি একটি জনপ্রিয়, দ্রুতগামী ও বিলাস বহুল ট্রেন হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মিটারগেজ রেল লাইনে চলাচল করে এটির শুভ উদ্বোধন হয় ১লা ডিসেম্বর ২০১৩ সালে।

 

আজ আমরা যাত্রীদের সুবিধার্থে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, বিরতির স্থান, সাপ্তাহিক ছুটি ও টিকিটের মূল্য ও টিকিট কাটার পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এখানে যুক্ত করবো।

 

ট্রেন যাত্রা সময়সূচী ও স্টেশন

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১০ টা বেজে ৩৫ মিনিটে এবং কিশোরগঞ্জে পৌঁছায় দুপুর ০৩.০০ টায়। একইভাবে কিশোরগঞ্জ থেকে যাত্রা উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর ২ টা বেজে ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ছয়টা বেজে ৫০ মিনিট।

 

স্টেশন প্রস্থান আগমন
ঢাকা থেকে কিশোরগঞ্জ সকাল ১০.৪৫ টা দুপুর ০৩.০০ টা
কিশোরগঞ্জ থেকে ঢাকা বিকাল ০৪.০০ টা রাত ০৮.১০টা

আরও জানুনঃ চুলের যত্ন যেভাবে নিলে চুল কখনোই নষ্ট হবেনা

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিরতি স্থান ও সময়সূচী

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ রেল চলাকালে মাঝ পথে যে সকল রেল স্টেশনে বিরতি দেয় এবং ছাড়ার সময় দেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা নিচের ছকে দেওয়া হলো।

 

ক্রমিক নং স্টেশন আসার টাইম ছাড়ার সময়
বিমান বন্দর স্টেশন ১১:১২ মিনিট ১৯:৩২ মিনিট
নরসিংদী স্টেশন ১২:০০ মিনিট ১৮:৪৩ মিনিট
মেথিকান্দা স্টেশন ১২:২০ মিনিট ১৮:২২ মিনিট
ভৈরব বাজার স্টেশন ১২:৪০ মিনিট ১৭:৪৫ মিনিট
কুলিয়ারচর স্টেশন ১৩:২৫ মিনিট ১৭:১৪ মিনিট
বাজিতপুর স্টেশন ১৩:৩৫ মিনিট ১৭:০৪ মিনিট
সরারচর স্টেশন ১৩:৪৫ মিনিট ১৬:৫৪ মিনিট
মানিক ঢালী স্টেশন ১৪:১৩ মিনিট ১৬:৩৫ মিনিট
গাছিহাটা স্টেশন ১৪:২৫ মিনিট ১৬:১৮ মিনিট

 

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

কিশোরগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির প্রতিটি আসনের ভাড়ার একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো এখান থেকে ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। স্নিগ্ধা আসনের ভাড়া ২৮৮ টাকা, প্রথম আসন সিট প্রতি আসনের ভাড়া ২০০ টাকা, শোভন চেয়ার সিট এর ভাড়া ১৫০ টাকা এবং শেভন প্রতি আসনের ভাড়া ১২৫ টাকা। সময়ের সাথে টিকেটের মূল্য কম বা বেশি হতে পারে সেই জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন সঠিক ভাড়া জেনে টিকেট ক্রয় করুন।

 

ক্রমিক নং ট্রেনের আসন টিকিটের দাম
শেভন সিট ১২৫ টাকা
শেভন চেয়ার সিট ১৫০ টাকা
প্রথম আসন সিট ২০০ টাকা
স্নিগ্ধা সিট ২৮৮ টাকা
এসি সিট ৪০০ টাকা
এসি বার্থ সিট ৭০০ টাকা

 

০ থেকে ৩ বছর পর্যন্ত শিশুদের টিকিটের প্রয়োজন হয়না কিন্তু ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য অপ্রাপ্ত বয়স্ক টিকিট ক্রয় করতে হবে। অন্যান্য ট্রেন অথবা বাসের তথ্য জানতে নিচের বাটনে ক্লিক করুন-Click Here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button