পর্যটক এক্সপ্রেস ট্রেন ১০ জানুয়ারি ২০২৪ থেকে ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা রুটে চলাচল করে আসছে। এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন যাত্রী নিয়ে এই রুটে চলাচল করে থাকে। মাত্র ৮ ঘন্টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে প্রতিদিন ৫৫১ কিলোমিটার পথ পাড়ি দিবে পর্যটক এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী দুটি ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন। এই দুটি ট্রেন চালুর ফলে কক্সবাজার ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হয়েছে। আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব পর্যটক এক্সপ্রেস ট্রেন এর সময়সূচী ও টিকেটের মূল্য ২০২৫ সম্পর্কে।
ট্রেনের সময়সূচী
পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভোর ৬ঃ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দিয়ে বিকাল ৩ টায় কক্সবাজারে পৌঁঁছায়। ফিরতি ট্রেন কক্সবাজার রেলওয়ে স্টেশন হতে রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ভোর ৪ঃ৩০ মিনিটে ঢাকায় পৌঁঁছায়। ফিরতি পথেও পর্যটক এক্সপ্রেস টেনটি চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে স্বল্প সময়ের যাত্রাবিরতি দিয়ে থাকে। এছাড়া মাঝের কোনো স্টেশনে এই ট্রেন টির কোনো যাত্রাবিরতি নেই। পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি রবিবার।
ঢাকা থেকে কক্সবাজার সময়সূচী
প্রাথমিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
ঢাকা | ভোর ৬ঃ১৫ মিনিট | কক্সবাজার | বিকাল ৩ঃ০০ মিনিট |
কক্সবাজার | রাত ৮ঃ০০ মিনিট | ঢাকা | শেষ রাত ৪ঃ৩০ মিনিট |
চট্টগ্রাম থেকে কক্সবাজার সময়সূচী
প্রাথমিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
চট্টগ্রাম | সকাল ১১ঃ৪০ মিনিট | কক্সবাজার | বিকাল ৩ঃ০০ মিনিট |
কক্সবাজার | রাত ৮ঃ০০ মিনিট | চট্টগ্রাম | রাত ১০ঃ৫০ মিনিট |
পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
পর্যটক এক্সপ্রেস বর্তমানে ট্রেনটিতে শোভন চেয়ার, এসি কোচের স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ সিট যুক্ত করা হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার যাবার টিকেটের সর্বনিম্ন ভাড়া নির্ধারন করা হয়েছে ৬৯৫ টাকা।
ঢাকা থেকে কক্সবাজার ভাড়া
ট্রেনর রুট | শোভন চেয়ার | স্নিগ্ধা | এসি সিট | এসি বার্থ |
ঢাকা থেকে কক্সবাজার | ৬৯৫ টাকা | ১,৩২৫ টাকা | ১,৫৯০ টাকা | নেই |
কক্সবাজার থেকে ঢাকা | ৬৯৫ টাকা | ১,৩২৫ টাকা | নেই | ২,৩৮০ টাকা |
কক্সবাজার থেকে চট্টগ্রাম ভাড়া
ট্রেনের রুট | শোভন চেয়ার | স্নিগ্ধা | এসি সিট | এসি বার্থ |
চট্টগ্রাম থেকে কক্সবাজার | ২৫০ টাকা | ৪৭০ টাকা | ৫৬৫ টাকা | নেই |
কক্সবাজার থেকে চট্টগ্রাম | ২৫০ টাকা | ৪৭০ টাকা | নেই | ৮৪৫ টাকা |
অনলাইন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। আপনি যদি এসি বার্থ ক্যাটাগরির টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে টিকেটের দামের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।
আরও জানুনঃ বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, বিরতি স্থান ও বন্ধের দিন।
ট্রেনের টিকেট কাটার উপায়
পর্যটক এক্সপ্রেস ট্রেন এর টিকেট কাটা যাবে সরাসরি কাউন্টারে গিয়ে অথবা অনলাইনে। অনলাইনে টিকেট কাটতে ভিসিট করুন railapp.railway.gov.bd এই ওয়েবসাইটে। আপনি খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন ঘরে বসে।
আসন বিন্যাস
পর্যটক এক্সপ্রেস ট্রেন এর মোট কোচ সংখ্যা ১৯টি এবং আসন সংখ্যা মোট ৮৮৪টি। পর্যটক এক্সপ্রেস ট্রেনের নম্বর হলো ৮১৫/৮১৬।
টিকিট রিফান্ড পলিসি
আপনি যদি এই ট্রেনের টিকিট অনলাইনে ক্রয় করে থাকেন এবং আপনি যদি আপনার যাত্রা বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনার টিকিট ক্যান্সেল করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমেই সে টাকা আপনি আপনার দেওয়া মোবাইল একাউন্ট নাম্বারে ব্যাক পেয়ে যাবেন। আর যদি আপনি কাউন্টার থেকে টিকিট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়ে নির্ধারিত টাইমের আগেই টিকিট ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে আসতে পারবেন।
আশা করছি এই ট্রেন সম্পর্কিত পোস্ট টি আপনার উপকারে আসবে। আপনার বিভিন্ন প্রইয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।