ব্লগ

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া ২০২৫ ও সেন্টমার্টিন ট্রাভেল পাস

অনেকেই কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানতে চান তাদের জন্য এই পোস্ট। আজ আমরা টেকনাফ টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া ও সময়সূচী ২০২৫ এর আপডেট সহো আলোচনা করবো। চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া ও সময়সূচী ২০২৫।

ডিসেম্বর ০৮ তারিখ থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রূটে ৫ টা জাহাজ চলাচল করছে, জাহাজগুলো জানুয়ারি মাস পর্যন্ত চলাচল করবে

 

শীপ ছাড়ার স্থান:

সব গুলো শীপনুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, বিআইডব্লিউ টিএ ঘাট

 

শীপ সমূহ, ভাড়ার তালিকা ও ছাড়ার সময়

বার আউলিয়া শীপ

সকাল–১০:০০ টায় ছাড়বে-( কক্সবাজার থেকে)

বিকাল:৫:০০টায় ছাড়বে-( সেন্ট মার্টিন থেকে)

বিশেষ ঘোষনা: জোয়ার, ভাটার কারনে বার আউলিয়া এবং কর্ণফুলীর সময় পরিবর্তন হতে পারে।

 

ভাড়াঃ

সানডেক–২৫০০/-( আপ+ ডাউন)ভিউ দেখা যাবে।

মেইন ডেক-২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।

মোজারাত–৩০০০/- (আপ+ ডাউন) সোফা।

প্যানারোমা–২৮০০/-( আপ+ ডাউন) বিজনেস।

রিভারেয়া—২৮০০/-(আপ+ ডাউন) বিজনেস।

ব্যাংকার বেড-৪৫০০/(আপ+ডাউন) ২জন—–কেবিন।

ডিলাক্স কেবিন–৭৫০০/- ( আপ+ ডাউন) ২ জন।

ফ্যামিলি ব্যাংকার-৮০০০/-( আপ + ডাউন) ৪ জন।

ভি এই পি কেবিন–১৫০০০/-( আপ + ডাউন)২জন।

ভি বি এই পি কেবিন-১৯০০০(আপ+ ডাউন) ২জন।

 

 

কর্নফুলী শীপ

শীপ ছাড়ার সময়ঃ

সকাল-৭:০০ টায় কক্সবাজার থেকে।

দুপুর–২:০০ টায় সেন্টমার্টিন থেকে

 

মেরিগোল্ড–২৫০০/-(আপ+ডাউন)।

লেবেন্ডার–২৫০০/-(আপ+ডাউন)।

ওপেন ডেক-৩০০০/-( আপ+ডাউন) ভিউ দেখা যাবে।

গ্লাডিয়াল্স–৩৮০০/-(আপ+ডাউন)বিজনেস।

লিলাক লাউন্জ-৪০০০/-(আপ+ ডাউন)

কিসিয়ামোম—৪৩০০/-(আপ,+ ডাউন) ভিআই পি-সীট।

সিংগেল কেবিন–৫০০০/-( আপ+ ডাউন)১ জন।

টুইন কেবিন–১০,০০০/-(আপ+ ডাউন) ২জন।

ভি আই পি কেবিন–১৫০০০/-(আপ+ ডাউন) ২ জন।

ভি বিআই পি–১৯০০০/-( আপ+ ডাউন)২ জন।

 

 

(কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী কুরুজ এন্ড  ডাইন, এবং বে কুরুজ শীপ)

টা জাহাজ একই সময় চলাচল করবে

 

কেয়ারী সিন্দাবাদ

ভাড়া:

মেইন ডেক—২২০০/-( আপ + ডাউন)

ওপেন ডেক–২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।

ব্রিজ ডেক–৩০০০/–( আপ+ ডাউন)।

 

কেয়ারী ক্রুজ এন্ড ডাইন

ভাড়া:

এক্লোসিভ—-২৪০০/-(আপ+ ডাউন)।

কোরাল লাউন্জ–৩০০০/-(আপ+ ডাউন)।

পার্ল লাউন্জ–৩৫০০/-( আপ+ ডাউন)।

 

বে কুরুজ

 ভাড়া:

রজনীগন্ধা–২৫০০/-(আপ+ডাউন)।

হাসনা হেনা–৩০০০/-(আপ+ডাউন)।

কৃষ্ণচূড়া–৩৫০০/- ( আপ+ডাউন)।

আরও পড়ুনঃ গ্রীনলাইন বাস ও লঞ্চ এর সকল রুটের ভাড়ার তালিকা ও কাউন্টার নাম্বার।

উপরে আপনারা ৮ টি শীপের নাম ও ভাড়ার বিস্তারিত তথ্য জানতে পারলেন। উল্লেখিত প্রতিটি জাহাজ খুব লাক্সারিয়াস। আপনি আপনার কাঙ্ক্ষিত ডেক বেছে নিয়ে আনন্দের সাথে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারেন।

এবারে সেইন্ট মার্টিন ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইট থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। ট্রাভেল পাস ছাড়া এবার আপনি সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন না। নিচে সেন্ট মার্টিন ভ্রমনের ট্রাভেল পাস সংগ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছিঃ

সেন্টমার্টিন ট্রাভেল পাস কিভাবে নিব

সর্বপ্রথম নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করুন, এরপর আপনার যাত্রার তারিখ ও ফিরে আসার তারিখ সিলেক্ট করে নিবেন। আপনি কি একা না-কি গ্রুপ ট্রুরে যাচ্ছেন তা সিলেক্ট করবেন। আপনারা সর্বোমোট কত জন তা সিলেক্ট করবেন। বর্তমানে ইনানি ও কক্সবাজার পোর্ট থেকে জাহাজ চলাচল করছে, আপনি যে পোর্ট থেকে জাহাজে উঠবেন সে পোর্ট সিলেক্ট করবেন। পরবর্তী ধাপে রিকুয়েস্ট পাস অপশনে ক্লিক করলে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। তারপরেই আপনার জাতীয় পরিচয়পত্র সাবমিট করে সেন্টমার্টিন ট্রাভেল পাস নিয়ে নিতে পারবেন।

আশা করি এই ট্রাভেল পাসটি আপনার, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবারের জন্য আরও উপভোগ্য ও আরামদায়ক করে তুলবে এবং সেন্টমার্টিনকে প্লাস্টিকমুক্ত করবে। সেন্টমার্টিনের নীল জলরাশি আপনার চোখে প্রশান্তি এনে দেক এই প্রত্যাশা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button