হোটেল এবং রিসোর্ট

সেন্ট মার্টিন রিসোর্ট ও হোটেলের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার

অপূর্ব সমুদ্রকে মন ভরে উপভোগ করতে হলে সেন্ট মার্টিন এর তুলনা নেই। আমরা ক্লান্তি হতাশা থেকে কিছু দিন মুক্তি পেতে ছুটে যায় বিভিন্ন জায়গাতে, যদি সেই জায়গায় গুলোর লিস্টে সেন্ট মার্টিন থাকে তবে কেমন হয়? এই ব্লগটি সাজানো হয়েছে সেন্ট মার্টিন রিসোর্ট ও হোটেলের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ আরও কিছু তথ্য দিয়ে।

আপনারা যদি হয়ে থাকেন নবদম্পতি তবে তো কথাই নেই, হানিমুনের জন্য সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র অমায়িক জায়গা যেখানে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে খুব সুন্দর কিছু স্মৃতি মুখর সময় কাটাতে পারবেন।

সেন্ট মার্টিন রিসোর্ট ও হোটেলের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ভাড়াঃ-

SKD আমার বাড়ি বিচ রিসোর্ট

৩০০ শতাংশ জায়গার উপর অবস্থিত এই স্থানে রয়েছে ১০ টি রুম এবং ৫ টি তাবু । এছাড়াও আছে কাঠের বাড়ি, কমলা বাড়ী, সবুজ বাড়ী ও নীল বাড়ী নামে ৪ টা কটেজ । প্রায় ৪০০০ টাকা থেকে শুরু করে ৬৫০০ টাকা রুম ভেদে ভাড়া, বিচ সাইড তাবুতে থাকতে পারবেন ১৫০০ থেকে ৩০০০ টাকায় । 

এখানে রুম থেকেই দেখতে পাবেন সমুদ্রের ঢেউয়ের খেলা, শুনতে পারবেন সমুদ্র গর্জন । দোলনায় দোল খেতে খেতে উপভোগ করবেন স্নিগ্ধ বিকেল ।

বুকিং কন্টাক নাম্বারঃ 01873111888, 01873111999

ফেসবুক পেজঃ আমার বাড়ি সেইন্টমার্টিন

 

ব্লু মেরিন হোটেল

ব্লু মেরিন সেন্টমার্টিনের অন্যতম হোটেল। যেটি থেকে একটু দূরত্বে অবস্থিত হোটেলটির কাঠামো খুবই সুন্দর। তিনতলা বিশিষ্ট হোটেলটিতে ৩৪ টি আরামদায়ক রুম সহ নিজস্ব রেস্টুরেন্ট আছে। এসি সহ ডাবল বেডরুমের ভাড়া ১০০০০ টাকা এবং নন-এসি ৮০০০ টাকা। এছাড়াও  ছয়জনের বেডরুম ৬০০০ ও দশজনের বেডরুমের ভাড়া ৫০০০ টাকা।

ওয়েবসাইটঃ http://www.bluemarineholidays.com

পেজঃ www.facebook.com/pg/Blue-Marine-Resorts

যোগাযোগঃ ০১৬৩২৫৫৫৩৩৩ (ঢাকা), ০১৭১৩-৩৯৯২৫০ (সেন্টমার্টিন)

 

সায়রী ইকো রিসোর্ট

দক্ষিণ বীচে নজরুল পাড়াতে অবস্থিত সায়রী ইকো রিসোর্ট। সায়রী ইকো রিসোর্টের বিভিন্ন রকমের ১৮ টি রুমে ১৫০০ থেকে ৩০০০ টাকায় রাতযাপনের সুযোগ রয়েছে।

যোগাযোগঃ 01689777444, 01610 555500

 

কোরাল ভিউ রিসোর্ট

কোরাল ভিউ রিসোর্ট সেন্টমার্টিন জাহাজ ঘাটের বাম পাশে। কোরাল ভিউ রিসোর্টে সমুদ্র ভিউ সহ রুমের ভাড়া ২৫০০ থেকে ৬০০০ টাকা।

যোগাযোগঃ 01980 004777, 01980 004778

 

সি ইনন হোটেল

সি ইনন হোটেল সেন্টমার্টিন বাজারের কাছে অবস্থিত। ২৬টি রুমের এই হোটেলে প্রতি রুমের ভাড়া ২,০০০-৩,৫০০ টাকা।

যোগাযোগ: ০১৯১৯৩১৮০০৯, ০১৬৭৩১১১৭৭৭

 

প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট

প্রাসাদ প্যারাডাইস রিসোর্টে বিভিন্ন ধরনের ১৬টি রুমের যেকোন একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২০০০-৫০০০ টাকা।

যোগাযোগঃ ০১৮৭৩১১১৯৯৯, ০১৭২০৩১৮০০৯

 

প্রিন্স হেভেন রিসোর্ট

প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট আছে, এই রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ২৫০০-৩,৫০০ টাকা।

যোগাযোগঃ 01689777444

 

 

সি ফাইন্ড রিসোর্ট

সি ফাইন্ড রিসোর্ট বিচের খুব নিকটে, এই রিসোর্ট এর অবস্থান পশ্চিম বিচে। রিসোর্টের ভাড়া নন এসি রুম ২৫০০-৫০০০ এবং এসি রুম ১০,০০০ টাকা।

যোগাযোগঃ ০১৮৭৩১১১৯৯৯, ০১৭২০৩১৮০০৯

 

অবকাশ

অবকাশ নামের এই হোটেলটি সেন্টমারটিনের পশ্চিম বিচে অবস্থিত এবং এই হোটের পুরনো হলেও বিচের একদম কাছে। এখানে রুম ভাড়া ১৫০০-৩০০০ টাকা।

সি ভিউ রিসোর্ট এর প্রতিটি রুমের ভাড়া ১,৫০০-৩,০০০ টাকা।

যোগাযোগঃ ০১৮৪০-৪৭৭৭০৭ (ঢাকা), ০১৮৪০-৪৭৭৯৫৬ (সেন্টমার্টিন)

 

নীল দিগন্ত

নীল দিগন্ত দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অপূর্ব একটি রিসোর্ট। এটি আয়তনেও বেশ বড়। এর রুমের সংখ্যা ৩৮ টি এছাড়াও এখানে রেস্টুরেন্ট রয়েছে। এখানে রুমভাড়া মাত্র ২,০০০-৪,৫০০ টাকা।

যোগাযোগঃ ০১৭৩০-০৫১০০৫, ০১৭৩০-০৫১০০৬, ০১৭৩০-০৫১০০৭

 

ড্রিম নাইট রিসোর্ট

১৬ রুম বিশিষ্ট ড্রিম নাইট রিসোর্টে ১২টি ডাবল বেড রুম যার প্রতিটির ভাড়া ২৫০০ টাকা এবং ৪টি কাপল রুমগুলোর ভাড়া ২০০০-৩০০০ টাকা প্রতিরাত। এখানে গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা আছে।

যোগাযোগঃ ০১৮১২১৫৫০৫০

 

পান্না রিসোর্ট

পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য ভাড়া ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা।

যোগাযোগঃ ০১৭৬৫ ১৫২৫৬৫

 

মারমেইড রিসোর্ট

মারমেইড রিসোর্টটের প্রতি রাতের রুম ভাড়া ২৫০০-৩০০০ টাকা।

যোগাযোগঃ ০১৯১৯৩১৮০০৯,০১৬৮৯৭৭৭৪৪৪

 

কিংশুক ইকো রিসোর্ট

কিংশুক ইকো রিসোর্টটি গলাচিপার কাছে এর ভাড়া২৫০০-৪০০০ টাকা। এই সেন্ট মার্টিন রিসোর্ট যেতে ভ্যান ভাড়া দিতে হবে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা।

ঢাকাঃ ০১৭৩৪৯৮৫৫৫৪

সেইন্ট মার্টিনঃ ০১৮৭৩১১১৯৯৯

 

সীমানা পেরিয়ে রিসোর্ট

সীমানা পেরিয়ে রিসোর্টটি পশ্চিম বীচে অবস্থিত। এখানে ভাড়া ২৫০০ হেকে ৪০০০ টাকা,

যোগাযোগ: 01911-121292

 

ব্লু লেগুন রিসোর্ট

ব্লু লেগুন রিসোর্টের প্রতি দিনের জন্য ভাড়া ১৫০০ থেকে ৩৫০০ টাকা।

যোগাযোগঃ 01815 012306, 01755 028993

 

সমুদ্র কুটির বীচ রিসোর্ট

সমুদ্র কুটির রিসোর্ট সেন্টমার্টিনের দক্ষিণ বীচে কোণাপাড়ায় অবস্থিত। এখানে ১ রাত্রিযাপনের জন্য ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা খরচ করতে হবে আপনাকে।

যোগাযোগ মোবাইল নাম্বারঃ 01858 222521

 

আরও পড়ুনঃ বান্দরবান রিসোর্ট ও হোটেলের মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্য।

 

সি প্রবাল রিসোর্ট

সি প্রবাল রিসোর্ট উত্তর-পশ্চিম বিচে অবস্থিত।

যোগাযোগ: 01817 609829, 01756 208383

 

পডায়মন্ড ক্সিবে রিসোর্ট

ডায়মন্ড সি রিসোর্ট পশ্চিম বীচ আবস্থিত। ভাড়া ১২০০-২৫০০।

যোগাযোগ: ০১৭৫৩৮১৭৪৪৯

 

সেইলর মুন

সেইলর মুন রিসোর্টে  ৪টি রুম রয়েছে ৪ জন করে থাকার মত। রুম ভাড়া ২৫০০-৩০০০ টাকা।

যোগাযোগঃ 01816599400, 01720318009

 

পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ। আমরা এই পোস্টে সেন্টমার্টিনের উল্লেখযোগ্য সংখ্যক হোটেল ও রেস্টুরেন্টের তথ্য প্রদান করেছি। এ সকল তথ্য আপনার সেন্টমার্টিন ভ্রমণ পরিকল্পনাকে করবে আরও সহজ। বিভিন্ন তথ্যমূলক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button