পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও সকল তথ্য

ভ্রমণ প্রিয় মানুষের জন্য ট্রেন সব চেয়ে বেশি অবদান রাখে। এটি যেমন আরামদায়ক তেমন কম মূল্যে সকল জায়গায় সহজেই যাতায়াত করা যায়। আজ আমরা পঞ্চগড় এক্সপ্রেসের সময়সূচী, ভাড়া ও সকল তথ্য সম্পর্কে জানবো। তবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও সকল তথ্য জানার আগে এই ট্রেনের কিছু নিয়ম জেনে নেওয়া যাক।

পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট কাটার আগে মনে রাখবেন, ট্রেন ঢাকা থেকে রাত ১২ টা ১০ মিনিটে ছাড়বে, তাই যদি আপনি ভেবে থাকেন ২ তারিখের টিকিট কেটে ৩ তারিখ সকালে পৌঁছাবেন তাহলে আপনি ভুল করবেন। যদি আপনি ৩ তারিখ সকালে নামার কথা ভাবেন তাহলে আপনাকে টিকিট কাটতে হবে ৩ তারিখে কারণ ট্রেন ছাড়বে রাত ১২ টার পর তার মানে ৩ তারিখ।

 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও সকল তথ্য সম্পর্কিত ছকঃ

 

সময়সূচি
ঢাকা হতে ছাড়বে – ১২ঃ১০ (রাত ১২টা ১০ মিনিট)
ঢাকা বিমানবন্দর – ১২ঃ৪২ (রাত ১২টা ৪২ মিনিট)
পার্বতীপুর – ০৭ঃ০০ (সকাল ৭টা ০০ মিনিট)
দিনাজপুর – ০৭ঃ৩৭ (সকাল ৭টা ৩৭ মিনিট)
ঠাকুরগাঁও – ৮ঃ৫৫ (সকাল ৮টা ৫৫ মিনিট)
পঞ্চগড় (পৌছাবে)- ৯ঃ৪০ (সকাল ৯টা ৪০ মিনিট)
পঞ্চগড় থেকে ছাড়বে – ১৩ঃ১৫ (দুপুর ১টা ১৫ মিনিট)
ঠাকুরগাঁও – ১৩ঃ৫৩ (দুপুর ১টা ৫৩ মিনিট)
দিনাজপুর – ১৫ঃ০২ (দুপুর ৩টা ০২ মিনিট)
পার্বতীপুর – ১৫ঃ৫৫ (দুপুর ৩টা ৫৫ মিনিট)
ঢাকা বিমানবন্দরে- ২২ঃ০৩ (রাত ১০টা ০৩ মিনিট)
ঢাকা (পৌছাবে)- ২২ঃ৩৫ (রাত ১০টা ৩৫ মিনিট)

 

টিকিট মুল্য
ঢাকা – পঞ্চগড়
শোভন চেয়ার – ৫৫০, এসি কেবিন – ১৯৪২, এসি চেয়ার – ১০৫৩
ঢাকা – ঠাকুরগাঁও
শোভন চেয়ার – ৫২০ টাকা, এসি কেবিন – ১৮৩৩ টাকা, এসি চেয়ার – ৯৮৯ টাকা
ঢাকা – দিনাজপুর
শোভন চেয়ার – ৪৬৫ টাকা, এসি কেবিন – ১৬৪৯ টাকা, এসি চেয়ার – ৮৯২ টাকা
ঢাকা – পার্বতীপুর
শোভন চেয়ার – ৪৪০, এসি কেবিন – ১৫৬৩, এসি চেয়ার – ৮৪০

 

আসন বিন্যাস 
মোট আসন, পঞ্চগড় থেকে ৮৯৬ টি ও ঢাকা থেকে ৮৭১ টি।

পঞ্চগড় – ৩০%
ঠাকুরগাঁও – ২৫%
দিনাজপুর – ৩০%
পার্বতীপুর – ১৫%

 

অন্যান্য তথ্য
১. ট্রেনটিতে থাকছেনা বন্ধের দিন।

২. বিরতিহীন ভাবে চলবে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর।

৩. থাকছেনা ধরাবাঁধা খাওয়ার ব্যবস্থা।

৪. টোটাল কোচ সংখ্যা ১২ টি।

৫. এসি কেবিনে থাকবে এসি, ১টি চেয়ার, ১টি শোভন চেয়ার, ৭ টি পাওয়ার কার, নামাজ ঘর, শোভন চেয়ার, ১ টি গার্ড ব্রেক, খাবার কোচ ২টি।

 

বিরতি স্টেশন
পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর-পার্বতীপুর-বিমানবন্দর-ঢাকা, এই অঞ্চলগুলোই বিরতি দেওয়া হয়।

 

ট্রেন সম্পর্কে আরও তথ্য
এই ট্রেনটি একটি সেমি-ননস্টপ আন্ত:নগর ট্রেন। এটির রুট ম্যাপ: ঢাকা-দিনাজপুর-পঞ্চগড়।
ট্রেন নাম্বার: ৭৯৩/৭৯৪। 

 

আরও পড়ুনঃ ন্যাশনাল ট্রাভেলস মোবাইল নাম্বার ও সকল কাউন্টারের ঠিকানা

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

1 Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar